About Us

জার্মানির স্বপ্ন এবার হাতের মুঠোয়

Your Guide to Studying and Building Your Future in Germany

Welcome to Life360 Academy, your dedicated platform designed to empower students, Ausbildung aspirants, and professionals in realizing their aspirations of studying in Germany. We understand that embarking on an educational journey in a foreign country can seem daunting, which is why we are committed to providing comprehensive, end-to-end support and guidance. Our mission is to simplify the process, offering you the necessary tools and information to navigate every step towards achieving your academic and professional dreams in Germany.

প্রায় এক যুগ (১২ বছর) আগে ২০১৩ সালে যখন সেন্সর টেকনোলজিতে মাস্টার্স করার জন্য জার্মানি আসি, তখন না ছিল এত ইউটিউব চ্যানেল, ফেজবুক পেজ। একটি সঠিক তথ্য পেতে ২০১১-২০১২ সালে অনেক কাঠখড় পোড়াতে হতো, ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকতে হতো, তারপরও কিন্তু স্বপ্ন পূরণে পিছপা হয়নি। স্বপ্ন ছিল এমন এক লোকেশনে নিজেকে প্রতিষ্ঠা করা, যেন কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই বিশ্ব ভ্রমন করতে পারি। আপনি কতটা ভালো স্টুডেন্ট এবং আপনার সিজিপিএ কত সেটা আপনার সফলতার চাবিকাঠি না, সফলতার চাবিকাঠি হলও আপনি কতটা ধারাবাহিক এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে এগোতে পারেন। অনেক ভালো স্টুডেন্ট দেখেছি যারা ঝরে গেছে, শুধু সঠিক পরিকল্পনা না থাকার কারনে। জীবনে সফল হওয়া যদি সহজ হতো, তাহলে সবাই সফল হতো।

গত ৫ বছরে আমরা আমাদের ইউটিউব চ্যানেল Life360 Germany এর মাধ্যমে দেশে এবং দেশের বাইরে হাজার হাজার স্টুডেন্টদের অথেনটিক ইনফরমেশন দিয়ে যেমন পাশে আছি তেমনি ফ্রি জার্মান ভাষা শিক্ষার কোর্সও আপনাদের কল্যাণে দিয়ে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে যারা যারা জার্মানি এসেছে, তাদের সাক্ষাৎকার আমাদের চ্যানেলে দেখে আসবেন।

কারা লাইফ৩৬০ একাডেমীতে ভর্তি হতে পারবে?

  • যাদের প্রোফাইল আমাদের মানদণ্ড পুরন করতে সক্ষম হবে।
  • যারা আমাদের ২টি ইন্টারভিউ এ ভালো করতে পারবে।
  • যাদের জার্মান এবং ইংলিশ ভাষার দক্ষতা থাকবে, তারা অগ্রাধিকার পাবে।
  • যাদের মোটিভেশন আছে এবং যারা ধারাবাহিক তারাও অগ্রাধিকার পাবে।

বলে রাখা ভালো, আমরা কোন এজেন্সি না, আমরা একাডেমী। যদি মনে করেন আমাদের সার্ভিস চার্জ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, আর আমরা আপনাকে ভিসা দিয়ে দিবো, তাহলে আমাদের একাডেমী আপনার জন্য না এবং জার্মানিও আপনার জন্য না। জার্মানিকে কেএসএ মনে করে ভুল করবেন না। এখানে আমাদের এবং আপনার যৌথ প্রচেষ্টার ফলাফলে আপনি জার্মানি চলে আসবেন।

অনেক সময় আমি বলি যার কোন স্বপ্ন এবং লক্ষ্য নাই তার কোন কাজও নাই। আগে লক্ষ্য ঠিক করুন, তারপর যাত্রা শুরু করুন এবং প্রয়োজনে সিধান্ত বদলাবেন কিন্তু লক্ষ্য ঠিক রাখবেন।

Your Pathway to Studying and Succeeding in Germany with Life360 Academy

Life360 Academy helps students, Ausbildung aspirants, and professionals pursue education in Germany with end-to-end guidance. Germany offers top-tier education, tuition-free public universities, and strong career prospects. This guide aligns with key areas on our platform, ensuring a smooth journey toward academic and professional success in Germany.

Why Choose Life360 Academy?

  • End-to-End Support: From application to settlement, we provide complete assistance at every step.
  • Experienced Team: Our team consists of experts who have firsthand experience with the German education system and visa process.
  • Affordable and Transparent: No hidden costs—our services are designed to be student-friendly.
  • Proven Success: We have helped enormus students achieve their dream of studying in Germany.