60 Min consultancy
“সঠিক সিদ্ধান্তই অর্ধেক সমাধান”-আপনার ভবিষ্যতের সঠিক সিদ্ধান্তের জন্য Life360 Academy-এ স্বাগতম।
সঠিক সিদ্ধান্ত যেমন আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সঠিক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে আপনি অসীম সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারবেন, পূরণ করতে পারবেন আপনার স্বপ্ন। তাই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার সঠিক পথে চলতে, আপনি যেখানে আছেন সেখানে থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। এই জায়গায় আপনার ভবিষ্যতের পরিকল্পনা এবং উন্নতির পথ আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন।
অতীতে আপনার পছন্দের পথের মাধ্যমে আপনি অনেক কিছু শিখেছেন এবং এগিয়ে গেছেন। তবে, আপনার ভবিষ্যতের সঠিক পথ নির্ধারণে Life360 Academy-র পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে, আমরা নিশ্চিত করি যে, আপনার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন।
“একটি সঠিক পরামর্শ যেমন জীবন গড়তে পারে, ঠিক তেমনি জীবন নষ্টও করতে পারে, তাই সঠিক পরামর্শ সঠিক ব্যাক্তির কাছ থেকেই নিতে হবে“
অনেক স্বদেশী ইতালি থেকে জার্মানি আসে তারা আবার ইতালিতে ফিরে যাচ্ছে, কারন প্রথমত তারা কোন ধরনের পরিকল্পনা ছাড়াই জার্মানি চলে আসে অথবা সঠিক কারো পরিকল্পনা করার সুযোগ পায়নি। যদি তারা আমার মত যারা জার্মানিতে আছে অনেক দিন, এমন কারো সাথে পরিকল্পনা করে আসতো তাহলে তাদের চলে যেতে হতো না এবং ৫০০০-১০০০০ ইউরো লস হতো না, যদি তারা নামমাত্র চার্জ দিয়ে আমাদের প্রফেশনাল সার্ভিস গ্রহন করতো।
সিধান্ত আপনার, বিগ লস করবেন, না জেনে বুঝে বাংলাদেশ, ইতালি অথবা ইইউ থেকে জার্মানি আসবেন??

আপনি যে বিষয়গুলোতে পরামর্শ পাবেন
- Opportunity Card in Germany
- Ausbildung in Germany
- Bachelor & Masters in Germany
- Job Visa in Germany
- Moving Italy to Germany
- Moving EU to Germany
আপনি হয়তো কিছু প্রশ্ন মনে করছেন
- আমি কীভাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি?
- আমি কোথা থেকে শুরু করব এবং সঠিক সিদ্ধান্ত কীভাবে নেব?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বা আপনার পরিকল্পনা সাজাতে, Life360 Academy-এ আমাদের পরামর্শ আপনাকে সঠিক পথ দেখাতে সহায়তা করবে।
আমাদের সেবাঃ ৬০ মিনিটের ব্যক্তিগত পরামর্শ
জার্মানিতে বসবাসরত আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে ৬০ মিনিটের ব্যক্তিগত পরামর্শ সেবা আপনার জন্য নিচের সুবিধাগুলি প্রদান করবে:
-
শিক্ষা ও ক্যারিয়ার পরামর্শ: আপনার প্রোফাইল বিশ্লেষণ করে, আপনাকে উপযুক্ত শিক্ষাগত পথ ও ক্যারিয়ার বিকল্প নির্ধারণে সহায়তা করা হবে।
-
ভিসা এবং অনুমতি পরামর্শ: উচ্চশিক্ষা, Ausbildung, চাকরি বা Blue Card সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ।
-
পুনরুদ্ধারের পরিকল্পনা: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে বুঝে নিতে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
-
স্পষ্ট ধারণা ও আত্মবিশ্বাস: আপনি যখন সঠিক সিদ্ধান্ত নেবেন, তখন আপনার মনে আত্মবিশ্বাস এবং সুস্পষ্ট ধারণা তৈরি হবে, যা আপনার পরবর্তী পদক্ষেপকে সহায়তা করবে।

সপ্তাহে কতজন এই সুবিধা পাবেন?
- জার্মানিতে আমাদের ব্যস্ততা এবং সময় সল্পতার জন্য আমরা প্রতি সপ্তাহে মাত্র ৩ জন কে এই সার্ভিস দিতে পারবো।
আমাদের সার্ভিস চার্জ কেমন?
- আমাদের সার্ভিস চার্জ মাত্র ১০০ ইউরো অথবা সমতুল্য বাংলাদেশী টাকা (যারা বাংলাদেশ থেকে এই সার্ভিস নিবেন শুধু তাদের জন্য)।
- আমাদের সার্ভিস চার্জ ১৫০ ইউরো অথবা সমতুল্য বাংলাদেশী টাকা (যারা ইতালি অথবা ইইউ থেকে এই সার্ভিস নিবেন শুধু তাদের জন্য)।
আপনার করনীয় কি?
- এক ঘণ্টার পরামর্শ পেতে প্রথমত আপনাকে আমাদের সাথে একটি দিনক্ষণ ঠিক করতে হবে।
- দিনক্ষণ ঠিক করার সাথে সাথেই আপনার জীবন বৃতান্ত আমাদেরকে ইমেইল করতে হবে।
- তারপর আপনাকে ফিরতি ইমেইলে কনফার্ম করা হবে।
আপনি জানেন কি?
- আপনার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আপনি জার্মানির কোন প্রোগ্রামের জন্য ফিট?
- আপনি যেখানে আপনাকে ফিট মনে করতেছেন, আপনি হয়ত সেখানে মোটেও ফিট না অথবা সেখানে আপনি পুরোপুরি ফিট সেটা আপনি জানেনই না।
- Opportunity Card অথবা Blue Card কোথায় আপনি ফিট, কোনটাতে আপনার আসা উচিত? কিভাবে জানবেন?
- আপনি Ausbildung করতে জার্মানি আসবেন না Bachelore প্রোগ্রামে আসবেন? কে আপনাকে সঠিক পরামর্শ দিবে?
- ইতালি থেকে জার্মানি আসবেন, সঠিক পরামর্শ করে সিধান্ত নিন যেন ফিরে যেতে হবে না যদি সব জেনে বুঝে সিধান্ত নিতে পারেন?
- ইউরোপ এর যেকোনো দেশ জার্মানি আসবেন, জানেন কি কিভাবে? সঠিক পরামর্শকই সহজ সমাধান।
আমাদের এই প্রফেশনাল সেবা যেমন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে তেমনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে।
পেমেন্ট যেভাবে করবেন?
আমাদের এই সেবা পেতে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট এ নির্ধারিত পেমেন্ট ট্রান্সফার করুন। বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট পেতে আমাদের ইমেইল করুন।
যোগাযোগ
info@life360academy.com অথবা rezaul@life360academy.com