Ausbildung in Germany: A Comprehensive Guide
Ausbildung, or “duale Ausbildung”, is a dual vocational training program in Germany that combines theoretical education in a vocational school (Berufsschule) with practical training in a company. It typically lasts 2 to 3.5 years, depending on the profession. It’s an excellent pathway for international applicants to learn a profession and build a long-term career in Germany.
Ausbildung জার্মান অর্থনীতিতে বড় ভুমিকা রাখতেছে, তাই জার্মানিতে Ausbildung এর গুরুত্ব অনেক। দক্ষ লোকবলের সংকট সমাধানের জন্য জার্মানি প্রতি বছর EU & Non-EU হাজার হাজার শিক্ষার্থী নিয়ে থাকে Ausbildung করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে সেই সংখ্যাটা নগণ্যই বটে। মূল প্রতিবন্ধকতা হলও সঠিক তথ্য না জানা, জার্মান ভাষা না শেখা এবং জার্মান ভাষার B1 সার্টিফিকেট না থাকা। জার্মান ভাষা শেখার যদি আগ্রহ আপনার না থাকে, তাহলে জার্মানি আপনার জন্য না।
আমি বর্তমানে যে অটোমোবাইল কোম্পানিতে আইটিতে জব করি তার ম্যানেজিং ডাইরেক্টর Ausbildung করে ধাপে ধাপে ম্যানেজিং ডাইরেক্টর হয়েছেন এবং আমার সাথে ৪ জন জার্মান আইটিতে Ausbildung করতেছে। Ausbildung কে অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সত্যি বলতে যদি কেউ Ausbildung এ জার্মানি আসে ৩ বছরে Ausbildung শেষ করতে পারে, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না, কারন এই ৩ বছরে তারা হাতে-কলমে এতটাই দক্ষ হয়ে উঠে যে তাদেরকে অবজ্ঞা করার কোন সুযোগ থাকেনা। মুলত তারা যে কোম্পানিতে Ausbildung করে ৩ বছর সেখানেই তারা ফুল টাইম জব হয়ে যায়।
কারা লাইফ৩৬০ একাডেমীতে ভর্তি হতে পারবে?
- যাদের প্রোফাইল আমাদের মানদণ্ড পুরন করতে সক্ষম হবে।
- যারা আমাদের ২টি ইন্টারভিউ এ ভালো করতে পারবে।
- যাদের জার্মান এবং ইংলিশ ভাষার দক্ষতা থাকবে, তারা অগ্রাধিকার পাবে।
- যাদের মোটিভেশন আছে এবং যারা ধারাবাহিক তারাও অগ্রাধিকার পাবে।

Who Can Apply?
- Both EU and non-EU citizens can apply for an Ausbildung
- Have completed at least 10 years of school education
- Are under 30 years old (not mandatory, but preferred)
- Know intermediate German (usually at least B1 level)
- Can support themselves financially during the program
যারা বাংলাদেশ থেকে Ausbildung করতে জার্মানি আসবেন তাদের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে। রেজাল্ট মোটামুটি থাকতে হবে , মুলত জার্মান ভাষার দক্ষটাই পার্থক্য গড়ে দিবে এবং আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে।
Application & Visa Process
- Find a Training Position (Ausbildungsplatz)
- Apply to Companies With a CV, school certificates, and language proof B1. Some professions may require higher German skills.
- Get a Contract Once accepted, the employer will send a vocational training contract.
- Apply for Visa Apply for an Ausbildung Visa at the German embassy in your country. Show proof of: Ausbildung contract, Language skills, Financial means (~€903/month if not fully covered by salary), Health insurance.
- Start Ausbildung in Germany


How We Help?
- Career counseling to match your skills with in-demand fields.
- Supporting for German standard resume and cover letter
- Job Search Strategies and German job portals Optimization
- German Language courses A1-B1 & Exam Preparation
- Documents correction and preparation
- Visa Application Checklist & Application support
- Certificate recognition guideline
- Document Attestation & Translation Services.
- Interview Prep. with German Employers.
- Post-Arrival Support (City Registration, Bank Account, Health insurence, visa extension, finding accommodation)
- Visa Interview Preparation: Mock interviews to help you confidently answer visa-related questions
- Embassy Appointment Assistance: Help with scheduling and preparing for your visa appointment.
- Pre-departure workshops for cultural & language readiness.
Popular Ausbildung Sectors (High Demand)
Technical & Skilled Trades
- Mechatronics Technician (Mechatroniker/in)
- Industrial Mechanic (Industriemechaniker/in)
- Electrician (Elektroniker/in)
- Plumber / HVAC Installer / Automotive Mechanic
Healthcare & Nursing
- Nursing (Pflegefachfrau/-mann) – very high demand!
- Dental Assistant / Medical Assistant
IT & Technology
- IT Specialist – (Fachinformatiker/in Anwendungsentwicklung)
- Digital Media Designer
Business & Administration
- Office Management (Kauffrau/-mann für Büromanagement)
- Bank Clerk / Retail Salesperson / Industrial Clerk

আমাদের এই প্রফেশনাল সেবা যেমন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে তেমনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। অনেকের জার্মান ভাষার বি১ সার্টিফিকেট থাকার পরেও তারা জার্মানি আসতে পারতেছে না কারন তারা যেমন সিভি এবং কাভার লেটার জার্মান স্ট্যান্ডার্ডে লিখতে পারতেছে না তেমনি সিভিতে কিওয়ার্ড কিভাবে উল্লেখ করতে হয় সে সম্পর্কে ধারনা না থাকা। জার্মানি থেকে আমি এবং আমার টিম ধরে ধরে আপনাকে প্রতিটি স্টেপ এ প্রফেশনাল সাপোর্ট দিবে, যেন আপনার সফল হওয়া অনেক সহজ হয়ে যায় এবং সময় সাপেক্ষ না হয়।
আমাদের সার্ভিস চার্জ মাত্র দুই লাখ টাকা (২০০০০০ টাকা)।
পেমেন্ট যেভাবে করবেন?
আমাদের এই সেবা পেতে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট এ নির্ধারিত পেমেন্ট ট্রান্সফার করুন। বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট পেতে আমাদের ইমেইল করুন।
যোগাযোগ
info@life360academy.com অথবা rezaul@life360academy.com